সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:১৮

রাম রহিমের পালিতকন্যাকে খুঁজছে পুলিশ

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের কথিত কন্যা হানিপ্রীতকে খুঁজছে হরিয়ানা পুলিশ।

রাজ্যের বিমানবন্দর ছাড়াও এক্সিট পয়েন্টে পুলিশের পক্ষ থেকে হুলিয়া জারি করা হয়েছে। খবর: এনডিটিভির।

হানিপ্রীতের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, কথিত গুরুবাবাকে পাঞ্চকোলা আদালত থেকে পালানোর পরিকল্পনায় জড়িত ছিলেন হানিপ্রীত।

একই অভিযোগে ডেরা সাচা সৌদের আরেকজন সিনিয়র কর্মী আদিত্য ইনসানকেও আটকের কথা জানিয়েছে পুলিশ।

আদালতে ৫০ বছর বয়সী রাম রহিম সিংয়ের বিচার চলাকালীন হানিপ্রীতকে সব সময় বাবার পাশাপাশি দেখা যেতো। রাম রহিমের ব্যাগ ধরে থাকতেন ৩৭ বছর বয়সী সুন্দরী কন্যা।

এমনকি সাজা ঘোষণার পর গুরমিত রাম রহিমকে হেলিকপ্টারে করে রোহতাক কারাগারে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে মেয়ে হানিপ্রীত হেলিকপ্টারে যান। অবশ্য রাম রহিম কারাগারেও তার সঙ্গে মেয়েকে রাখার দাবি জানিয়েছিলেন। এ নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে তার বচসাও হয়।

জানা গেছে, ২০০৯ সালে হানিপ্রীতকে দত্তক নেন রাম রহিম। অভিযোগ উঠে, ওই পালিত কন্যার সঙ্গেও নাকি যৌন সম্পর্ক ছিল ধর্মগুরু রাম রহিমের। তার বিরুদ্ধে ২০১১ সালে এই গুরুতর অভি‌যোগ করেছিলেন জামাতা বিশ্বাস গুপ্তা।

বিশ্বাস গুপ্তার অভি‌যোগ, পালক কন্যা হানিপ্রীতের সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে ডেরা সাচ্চা সৌদা প্রধানের। নিজের পাপ ঢাকতে তাকে দত্তক নিয়েছিলেন রাম রহিম।

তিনি দাবি করেন, ২০১১ সালে একবার তিনি আশ্রমে বাবার অন্দরমহলে গিয়েছিলেন। দরজা খোলা ছিল। উঁকি মেরে দেখতেই স্তম্ভিত হয়েছিলেন তিনি। খুবই আপত্তিকর অবস্থায় ছিলেন রাম রহিম ও হানিপ্রীত।

আপনার মন্তব্য

আলোচিত