রয়টার্স প্রতিবেদন

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:২৭

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করছে ভারত

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন আর নিধনযজ্ঞ থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। সমুদ্রসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে এরইমধ্যে।

এছাড়া বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা যাতে ভারতে প্রবেশ না করতে পারে সেজন্য মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করছে দেশটির সিমান্ত সুরক্ষা বাহিনিটি।

ভারতের এক বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতীয় সীমান্ত বাহিনীর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা গতকাল শুক্রবার বলেন, আমরা তাদের গুরুতর আহত কিংবা গ্রেপ্তার করতে চাই না। তবে আমরা তাদের ভারতের মাটিতে সহ্য করবো না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ব্যবহার করছি, যাতে তারা ভারতের মাটিতে ঢুকতে না পারে। আর মরিচের গুঁড়া মারলে শরীরে জ্বালাপোড়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত