সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:১৪

ভারতে সাংবাদিককে গলা কেটে হত্যা

ভারতের পাঞ্জাবের মোহালিতে এক জ্যেষ্ঠ সাংবাদিককে তার বৃদ্ধা মাসহ হত্যা করা হয়েছে। রোববার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই মুখপাত্র জানান, ৬৪ বছর বয়সী সাংবাদিক কেজি সিংকে গলা কেটে ও তার ৯২ বছর বয়সী মা গুরচরণ কাউরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঞ্জাব পুলিশ একটি বিশেষ টিম গঠন করেছে বলেও জানান ওই মুখপাত্র। মোহালির জ্যেষ্ঠ পুলিশ সুপার কুলদীপ চাহাল জানান, সাংবাদিক কে জি সিংয়ের এক আত্মীয় রোববার দুপুর ১টার দিকে তাদের বাড়িতে গেলে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ পায়। বাড়িতে কেজি সিং ও তার মাকে মৃত পাওয়া যায়। সাংবাদিক কে জি সিংয়ের একটি গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে তদন্ত চলছে জানিয়ে এ প্রসঙ্গে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। তবে ওই বাড়িটিতে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না বলে জানান তিনি। মোহালির ডেপুটি পুলিশ সুপার আলম বিজয় সিং জানান, নিহত দু'জনেরই ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এইচএস আতওয়াল নামে পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা ঘটনাটিকে ডাকাতি হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল, তবে বিষয়টি তেমন মনে হচ্ছে না। অপরাধীদের উদ্দেশ্য অন্য কিছু ছিল। নিহত সাংবাদিক কে জি সিং 'দি ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর সাবেক বার্তা সম্পাদক। এছাড়া তিনি 'দ্য ট্রিবিউন' ও 'দ্য টাইমস অব ইন্ডিয়া ইন ছত্তিশগড়' পত্রিকায়ও কাজ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত