সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৭ ১১:৪৭

লাস ভেগাসের কনসার্টে হামলা, উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪২টি বন্দুক জব্দ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে হামলাকারী স্টিফেন প্যাডকের সংগ্রহে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪২টি বন্দুক জব্দ করেছে পুলিশ।

স্থানিয় পুলিশ জানিয়েছে, সোমবার (২ আক্টোবর) রাতে হোটেল কক্ষ ও বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লাস ভেগাসের মান্দালয় বে হোটেলের ৩২তলা থেকে উন্মুক্ত কনসার্টে নির্বিচারে গুলি ছোড়েন ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডক।

এতে এখন পর্যন্ত ৫৯ জন নিহত এবং ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে প্যাডক কেন এই হামলা চালিয়েছে, তা জানা যায়নি।

হামলার পর স্টিফেন প্যাডক নিজেও আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বলেছে, ধর্মান্তরিত প্যাডক হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র আইএসের এই দাবি নাকচ করে দিয়েছে।

লাস ভেগাস পুলিশ ডিপার্টমেন্টের সহকারী শেরিফ টড আর ফাসালু বলেন, মান্দালয় বে হোটেল অ্যান্ড ক্যাসিনোর একটি কক্ষ থেকে ২৩টি এবং স্টিফেন প্যাডকের নেভাদার বাড়ি থেকে ১৯টি গুলিভর্তি বন্দুক উদ্ধার করা হয়েছে।

স্টিফেন প্যাডক হোটেলের ওই কক্ষটি ভাড়া নিয়ে থাকছিলেন। পুলিশের ধারণা, সেখান থেকেই জনাকীর্ণ কনসার্টে গুলি ছুড়ে হত্যাযজ্ঞ চালান তিনি।

হোটেল কক্ষ ও বাড়ি থেকে বেশ কিছু গুলিভর্তি ম্যাগাজিন ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

এই হামলার ঘটনার তদন্তকারীরা বলছেন, হামলার পেছনে মানসিক কারণ থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘নিখাদ শয়তানি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প এই মন্তব্য করেন।

আপনার মন্তব্য

আলোচিত