সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৭ ০১:৪৯

পাকিস্তানে মাজারে বিস্ফোরণে নিহত ১২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি মাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

প্রদেশের ঝাল মাগসি জেলার দরগা ফতেহপুরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

ডন অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

মাজার পরিদর্শনে আসা লোকজনের ভিড়ের মধ্যে বিস্ফোরণ হয়। প্রতি বৃহস্পতিবার সেখানে জনসমাগম বেশি হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও জেলা প্রশাসন বলেছে, তারা ধারণা করছে, এটি একটি আত্মঘাতী হামলা। জেলা প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী মাজারের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয় এবং সে সময় বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, মাজার ভক্তদের ধামাল চলার সময়ে বিস্ফোরণ হয়। উল্লেখ্য, ভক্তদের ঐতিহ্যবাহী ভক্তিনৃত্যকে ধামাল বলা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের অর্জনের বিষয়ে বক্তব্য রাখার কয়েক ঘণ্টা পরে বেলুচিস্তানের মাজারে হামলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত