সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৭ ১০:২৬

গুজরাট দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগ থেকে মোদীর অব্যাহতি

১৫ বছর আগে, ভারতের গুজরাটে দাঙ্গায় সংশ্লিষ্টতার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৫৭ জনের বিরুদ্ধে পুন:তদন্তের আবেদন খারিজ করে দিয়েছেন, আহমেদাবাদের হাই কোর্ট।

দাঙ্গায় নিহত কংগ্রেস নেতার স্ত্রীর করা আবেদনের প্রেক্ষিতে এ রায় দেন আদালত। এতে নিম্ন আদালতের রায়-ই বহাল থাকলো।

গেল বছর, বিশেষ আদালত, দাঙ্গার ঘটনায় ২৪জনকে অভিযুক্ত করেন। খালাস পান মোদীসহ ৩৬ জন। মামলার পুন:তদন্তের আহবান জানান, দাঙ্গায় নিহত কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী জাকিয়া।

বৃহস্পতিবার, আহমেদাবাদের হাইকোর্ট জানায়, চাইলে জাকিয়া উচ্চ আদালতে যেতে পারবেন। ২০০২ সালে আহমেদাবাদে নৃশংস দাঙ্গায় প্রাণ হারান, কংগ্রেস নেতা এহসান জাফরিসহ ৬৯ জন।

গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীসহ মোট ৬৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান, জাফরির স্ত্রী। ২০১২ এ তদন্ত দলের রিপোর্টে গুজরাট দাঙ্গায় মোদীকে ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। পরেরবছর আহমেদাবাদের নিম্ন আদালতও জাকিয়ার পিটিশন খারিজ করে দেন।

আপনার মন্তব্য

আলোচিত