সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৭ ১২:০৪

জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব দেবে মিসর

জেরুজালেম সংকট নিয়ে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা যাতে আইনগত বৈধতা না পায় সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব দিতে যাচ্ছে মিসর।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ায় প্রতিবাদে মিসর জাতিসংঘে এই প্রস্তাব তুলতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্য কোনো দেশও যাতে জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর না করে সে বিষয়টিও থাকবে মিসরের প্রস্তাবে।

তবে মিসরের এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

কূটনীতিকরা মনে করছেন, নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য মিসরের প্রস্তাবে সমর্থন দিলেও ওয়াশিংটনের পক্ষ থেকে এর বিরোধিতা আসতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে ধারণা করছেন তারা।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপনার মন্তব্য

আলোচিত