ইন্টারন্যশনাল ডেস্ক

০৪ মে, ২০১৮ ০১:১৫

ভারতে বাস উল্টে আগুন: জীবন্ত দগ্ধ ২৭

ভারতে একটি বাস উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে ৩২ যাত্রীর ২৭ জন জীবন্ত দগ্ধ হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার ‘এনএইচ-২৮’ জাতীয় সড়ক হয়ে মুজফফরপুর থেকে দিল্লি যাওয়ার পথে বিহারের মোতিহারি জেলার বেলওয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমই অব ইন্ডিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাসটি খুব জোরে চলছিল। হঠাৎ সামনে পড়ে যায় একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাসটি। ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশে। এরপর প্রচণ্ড বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় বাসটিতে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু ততক্ষণে বেশির ভাগ যাত্রীই মারা যান। সময়ের সঙ্গে বাড়তে থাকে মৃতের সংখ্যা।

কোটওয়া থানার স্টেশন হাউস অফিসার(এসএইচও) বিজয় সিনহা জানান, পুড়ে যাওয়া বাসটি থেকে ৪ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত