ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ জুন, ২০১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে সমকামী বিবাহের বৈধতা দিলো সুপ্রীম কোর্ট, খ্রিস্টান রক্ষণশীলদের নিন্দা

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সমকামী বিবাহ আইন বৈধ ঘোষণা করল দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণার আগে ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের ৩৭টি প্রদেশে সমকামীরা বিবাহ করতে পারত। এখন এ রায়ের ফলে পুরো যুক্তরাষ্ট্রের সমকামীরা বিবাহের আইনগত বৈধতা পেলো।

বিচারপতি অ্যান্থনি কেনেডি তার রায়ে জানান, বিবাহ সবার জন্যই একটি সাংবিধানিক অধিকার, তাতে বেশিরভাগ মানুষই একমত হয়েছেন। আদালতের মুক্তমনা আরও চারজন বিচারকের মতের প্রেক্ষিতে তিনি লিখেন, ‘কোনো সম্পর্কই বিবাহ অপেক্ষা গাঢ় নয়।’

সমকামী বিবাহ আইন বৈধতা পাওয়ার ঠিক কতদিন পর এটি জারি হবে তা এখনও পরিস্কার নয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখনও সমকামী (বিশেষত ছেলে-ছেলে) সম্পর্ক নিষিদ্ধ ছিল।

বিবিসির সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, রায় ঘোষণার পরপরই অপেক্ষারত উত্তেজিত জনতা উচ্চ কলরবে মুখর করে তোলে আদালত প্রাঙ্গণ। রায় শোনার জন্য প্রায় শ’ খানেক মানুষ ঘন্টার পর ঘন্টা আদালতের বাইরে অপেক্ষা করে। রায় শোনার পরপরই জর্ডান মোনাগহান নামের এক অংশগ্রহণকারী তৎক্ষণাৎ তার মাকে ফোন করে সুখবরটি জানান।

মোনাগহান ফোনে তার মাকে বলে, ‘মা! আমি এখন সুপ্রিম কোর্টে। তোমার ছেলে এখন অন্যের বউ হতে পারবে।’

রায়ের পরপরই ডেমোক্র্যাট দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিনটন তার টুইটার অ্যাকাউন্টে ‘গর্বিত’ লিখে টুইট করেন। আর হোয়াইট হাউজও তাদের টুইটার পেজে রংধনু সম্বলিত হাউজের ছবি পোস্ট করে। কিন্তু অনেক খ্রিস্টান রক্ষণশীলই এই সিদ্ধান্তের নিন্দা করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একে 'ভালোবাসার জয়' হিসেবে চিহ্নিত করে টুইটারে লিখেন-

Today is a big step in our march toward equality. Gay and lesbian couples now have the right to marry, just like anyone else. #LoveWins

রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী আরকানসাস প্রদশের সাবেক গভর্নর মাইক হাকাবি বলেন, ‘আামাদের অবশ্যই বিচার বিভাগীয় এই স্বৈরশাসন প্রতিহত ও প্রত্যাখ্যান করা উচিত।’

আপনার মন্তব্য

আলোচিত