আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০১৮ ০২:০৯

মিজোরামে বাস খাদে পড়ে নিহত ১১

উত্তর-পূর্ব ভারতের মিজোরামে বাস খাদে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জনেরও অধিক যাত্রী। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটির পুলিশ বলছে, যাত্রীবাহী একটি বাস রাজ্যটির রাজধানী আইজল থেকে দক্ষিণ মিজোরামের সিয়াহায় যাচ্ছিল। এসময় পথে লুংলেই জেলার পাংজাওল গ্রামে একটি খাদের প্রায় ৫০০ মিটার গভীরে পড়ে যায় বাসটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সোমবার (০৪ জুন) সন্ধ্যায় লুংলেই জেলাতেই প্রবল বর্ষণে ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত