আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০১৮ ২২:৪৬

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলা প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। এসময় সেখানে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি যেখানে বৈঠক করছিলেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। রোববার (০১ জুলাই) প্রেসিডেন্টের বৈঠকের বিল্ডিংয়ের বাইরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বেশির ভাগই শিখ ও হিন্দু ধর্মাবলম্বী। তারা নানগরহার গভর্নরের যৌথ বৈঠকে অংশ নিয়েছিলেন। ঘটনার সময় তারা বৈঠক থেকে বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটিতে সম্প্রতি অনেক বার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ প্রাণও হারিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত