আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:২৮

ভারতে বাস দুর্ঘটনায় ৪০ তীর্থযাত্রী নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন।  তীর্থযাত্রা শেষ করে তাদের নিয়ে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে তেলেঙ্গানার শনিভারাপেটে এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়।

দৈনিক আনন্দবাজার বলছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি কোন্ডাগাট্টু থেকে তীর্থযাত্রীদের নিয়ে জাগতিয়ালে ফিরছিল। ফেরার পথেই এই দুর্ঘটনা। বাসে মোট ৭০ জন যাত্রী ছিলেন। যাঁদের ৪০ জনেরই মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

এদিকে এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত