০৭ অক্টোবর, ২০১৮ ১৪:৪৫
হাইতির উত্তর-পশ্চিম উপকূলের অদূরে শনিবার (৬ অক্টোবর) রাতে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পোর্ট-ডি-পাইক্স থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে।
শুক্রবার সরকারি মুখপাত্র এডি জ্যাকসন এলেক্সিস বলেন, এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তিনি আরো জানান, দুর্যোগ মোকাবেলায় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ১০ মিনিটে ১১.৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। পোস্ট-ডি-প্রিন্স-এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এখানে ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে দুই লাখ লোকের প্রাণহানি ও তিন লাখ লোক আহত হয়।
হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা শনিবার রাতে বলেন, ‘এলাকার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’ -বাসস ও সিএনএন
আপনার মন্তব্য