আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪১

কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক সেনাসহ নিহত ৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে এক সেনা ও ছয় বেসামরিক নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) ভোরে পুলওয়ামা জেলায় একটি ফলের বাগানে তিন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে এমন খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান শুরু করে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। তিন বিচ্ছিন্নতাবাদীই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

গোলাগুলির মধ্যে পড়ে মারা যাওয়া ছয় বেসামরিক নাগরিকের মধ্যে দুই জনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তারা হলেন- আবিদ হুসাইন এবং আমির আহমদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিহতদের সবার মাথায় ও বুকে গুলি লেগেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

যৌথভাবে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

আপনার মন্তব্য

আলোচিত