আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২০ ১০:৪১

ইন্দোনেশিয়ার বৃষ্টি ও বন্যায় নিহত ১৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মারা গেছেন অন্তত ১৬ জন। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। প্রায় দশ ফুট পানির নিচে রয়েছে অনেক এলাকা। প্রায় ১শ’ জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি জানায়, বুধবার জাকার্তার কাছে বেকাসি এলাকায় পুরো রাত ভারি মৌসুমি বৃষ্টিপাত হয়। রাত ৩টার দিকে পানি বাড়তে থাকে পূর্ব-দক্ষিণ জাকার্তা ও বেকাসিতে। বিকেল পর্যন্ত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয় ১৯ হাজারের বেশি বাসিন্দাকে। বন্ধ রয়েছে জাকার্তার অভ্যন্তরীণ বিমানবন্দরও। আটকা পড়েছেন প্রায় ২০ হাজার যাত্রী।

২০০৭ সালে জাকার্তায় ভয়াবহ বন্যায় মারা যায়, অর্ধশতাধিক মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত