আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ, ২০২০ ১০:৫৭

করোনাভাইরাসে ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনে ১৩৩ ব্যক্তি মারা গেছেন। এনিয়ে দেশটিতে করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা হলো ৩৬৬।

দেশটির সরকারি দপ্তরের বরাত দিয়ে রোববার (৮ মার্চ) রাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

আরও বলা হয়, ভাইরাস প্রতিরোধে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইটক্লাবসহ বিভিন্ন ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

এর আগে, লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দের দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ।

ঘোষণায় তিনি বলেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেউ এই প্রদেশগুলো থেকে বেরুতে পারবে না। বাইরে থেকেও কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।

 

আপনার মন্তব্য

আলোচিত