সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০২০ ১৯:১৯

লকডাউন ভাঙায় খাঁচায়!

ছবি: রয়টার্স

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে নেপালের কাঠমান্ডুতে লকডাউন চলছে।

লকডাউনের অষ্টম দিনে মঙ্গলবার সরকারি এই সিদ্ধান্তের অমান্যকারী কয়েকজনকে রাস্তার পাশের একটি খাঁচার বন্দি করে রাখা হয়।

রয়টার্সের সাংবাদিক নবেশ চিত্রকরের তোলা এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবি প্রকাশ করেছে এনবিসিনিউজসহ ভয়েস অব আমেরিকাও।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই রোগ এখন পর্যন্ত ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। সারাবিশ্বে এই রোগে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে করোনাভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই সক্ষম হয়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন তথ্য উপাত্তে দেখা গেছে। দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন। এদের মধ্যে একজন সুস্থ হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত