নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২০ ২১:৩৯

মক্কা-মদিনায় কারফিউ জারি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান মক্কা ও মদিনা নগরীতে ২৪ ঘন্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব সরকার।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি দিয়ে এ কারফিউ জারির কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

মহামারি করোনা ভাইরাসে এ পর্যন্ত সৌদি আরবের ১ হাজার ৭০০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১৬ জন।

ওই বিবৃতিতে বলা হয়, জরুরী খাবার এবং মেডিকেল সেবা ব্যতীত কেউ বাসা থেকে বের হতে পারবে না। করোনার সংক্রমণ ঠেকাতে গাড়িতে একজনের বেশি উঠা যাবে না।

৩ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরব ইতোমধ্যেই করোনার সংক্রমণ ঠেকাতে বেশ বড়কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, ওমরাহ বাতিল এর মতো পদক্ষেপ। এছাড়াও মুসলিমদের অন্যতম ধর্মীয় স্তম্ভ পবিত্র হজ্ব পালন এ বছরের জন্য স্থগিতের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সৌদি সরকার।

আপনার মন্তব্য

আলোচিত