সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৫ ১৮:১৫

ভারতে আইএস আতঙ্ক, সতর্কতা জারি

ভারতে শারদীয় দুর্গোৎসব ও দিওয়ালির সময়টিতে ইসলামিক স্টেট (আইএস) এর সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে দিল্লি ও রাজস্থান।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ওই দুই অঞ্চলের পুলিশকে এ ব্যাপারে সতর্ক করেছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।

কয়েকটি সূত্র জানিয়েছে, দিল্লি পুলিশের গোয়েন্দা ইউনিট একটি বিশেষ সেলকে এ সতর্কবার্তা পৌঁছে দিয়েছে। আর এর ভিত্তিতেই এখন কাজ চলছে।

দিল্লিতে আড়িপেতে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে, আইএস এর কোনো সদস্য এককভাবেই হামলা চালাতে পারে। আবার আইএস এর হয়ে ভারতে নিষিদ্ধ ইসলামি ছাত্র সংগঠন এসআইএমআই কাজ করতে পারে বলে শঙ্কা থাকায় দুই-তিনজনের সংঘবদ্ধ হামলা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

আইএস আনসার-উল-তাওহীদ ফি বিলাদ হিন্দ (এইউটি) এর সহায়তায়ও কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের এ জিহাদি সংগঠনটি সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য ভারতীয় মুজাজিদীন জঙ্গি এবং এসআইএমআই-কেও দলে ভেড়ায়।

আপনার মন্তব্য

আলোচিত