সিলেটটুডে ডেস্ক

০৩ জুন, ২০২০ ১৮:২৬

মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হল ১ হাজার ১৮৮ জনের

বিমান বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজির ১ হাজার ১৮৮ জন সৈনিক বা কর্মকর্তার মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হল।

বুধবার (৩ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাতিল আদেশ অনুমোদন করেছেন। মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রী জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গত বছেরর ১০ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ি তাদের সনদ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের নীতিমালা অনুযায়ী, ১৯৭১ সালের ডিসেম্বর মাসের পর যেসব ব্যক্তি বিভিন্ন বাহিনীতে যোগ দিয়েছেন তারা মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন না।

যাদের সনদ বাতিল করা হয়েছে তাদের সবাই ওই সময়ের পর বাহিনীতে যোগ দেন এবং সনদ জোগাড় করে মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা ভোগ করছিলেন। এদের অধিকাংশই এখন চাকরি থেকে অবসর প্রাপ্ত। যাদের সনদ বাতিল হয়েছে তার মধ্যে বিমান বাহিনীর ৪৭ জন এবং বিজিবির ১ হাজার ১৩৪ জন সদস্য রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত