সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৬ ১১:২১

ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার এমদাদুলের মৃত্যু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতারকৃত আসামি ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক ওরফে রাজাকার টাক্কাবালী হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় মারা গেছেন।

সোমবার দিনগত রাত (মঙ্গলবার, ২৬ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৮০ বছর বয়সী এমদাদুল গত ৭ জানুয়ারি থেকে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া এ অভিযুক্ত ঢামেকের নতুন ভবনের ৬০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে মোজাম্মেল হক।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, এমদাদুল ব্রংকিনাল নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

এমদাদুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুনটা গ্রামের মৃত হাজী মমতাজ মুন্সীর ছেলে।

একাত্তরে যুদ্ধাপরাধের একটি মামলায় চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমদাদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ৬ জানুয়ারি পুলিশ ঢাকার কাফরুল থেকে তাকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য

আলোচিত