সিলেটটুডে ওয়েব ডেস্ক

২২ মার্চ, ২০১৫ ১০:৩২

বাড়িতেই তৈরী করুন হেয়ার প্রোটিন অয়েল

স্বাস্থ্যজ্বল  চুলের অধিকারী হতে আমরা কে না চাই? কিন্তু তার জন্য চুলের বিশেষ যত্নের প্রয়োজন। চুল মজবুত ও গ্রোথের জন্য তেল অত্যন্ত উপকারী। সাধারণ তেলের সাথে যদি কিছু উপাদান যোগ করা হয় তাহলে তা চুলের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি হেয়ার টনিকে পরিণত হয়।

আসুন দেখে নিই, হেয়ার প্রোটিন অয়েল তৈরী করতে কি কি উপাদানসমূহ লাগে৷

আমলকি ৫-৬টি, মেথি-১ চামচ(গোটা অথবা গুঁড়ো ), জবাফুল ৩-৪টে, ই-ক্যাপসুল(সফট জেল), নারকেল তেল-১ কৌটো
একটি পাত্রে নারকেল তেল, ই-ক্যাপসুল, আমলকি, মেথি, জবা ফুল অল্প আঁচে কিছুক্ষন ফোটান৷এরপর ঠান্ডা হলে ছেঁকে নিয়ে একটা পরিস্কার কৌটোতে রেখে দিন৷
ব্যস তৈরী হয়ে গেল হেয়ার প্রোটিন অয়েল । এই হেয়ার টনিক সপ্তাহে দু’বার ব্যবহার করলে আপনার চুল হবে ঘন কালো লম্বা ও মসৃণ। চুলের জন্য এই প্যাকটি অত্যন্ত উপকারী একটি অয়েল প্যাক।


আপনার মন্তব্য

আলোচিত