Advertise

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৫৭

বাড়িতে বসেই তৈরি করুন মিনারেল ওয়াটার

টিউবওয়েলের পানির তুলনায় মিনারেল ওয়াটার স্বাস্থ্যের পক্ষে ভাল। এ কথা তো সকলেরই জানা। কারণ, এতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ক্যালসিয়ামের মতো উপাদান।

প্রতিদিন যে পানি আমরা পান করি, এটা পুরোপুরি বিশুদ্ধ করে নিতে পারি নিজেরাই। অনেকে বাইরের কেনা পানিতে বা ফুটানো পানিতে আস্থা রাখেন, তবে নিজের হাতে করে নিলে থাকবেন চিন্তামুক্ত আর পরিবারের সবাইকে নিয়ে সুস্থ।

অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিনারেল ওয়াটার।আসুন এবার জেনে নেওয়া যাক  কীভাবে তৈরি করবেন মিনারেল ওয়াটার।

একটি পরিষ্কার পাত্রে ফিল্টার করা পানি -২ লিটার, বেকিং সোডা -চা-চামচের ১/৪, ইপসম সল্ট  চা-চামচের ১/৪ এবং পটাসিয়াম বাইকার্বোনেট – চা-চামচের ১/৪।

এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট পর ছেকে বোতলে ভরে রাখুন আপনার বিশুদ্ধ-নিরাপদ পানি।

আপনার মন্তব্য

আলোচিত