সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০২০ ১৫:০২

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় স্থানীয় দালাল, দেশিয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

বিজ্ঞাপন

এর আগে লিবিয়ায় পাচার হওয়া ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় গত শুক্রবার পল্টন থানায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মাদারীপুর এবং কিশোরগঞ্জে একাধিক মামলা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ায় গুলিতে ২৬ বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন আহত হন।

আপনার মন্তব্য

আলোচিত