
১৪ জুন, ২০২০ ২২:২৯
হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সাত চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।
সংশ্লিষ্টরা জানান, মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরিক্ষায় ২৫ জন ডাক্তারসহ প্রায় ১০০ স্বাস্থ্য কর্মী পালাক্রমে দায়িত্ব পালন করেন বিমানবন্দরে। গত ২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় পৌনে ৩ লাখ বিশে ফেরত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিমানবন্দরের থার্মাল স্ক্যানার মেশিনে। এরই মধ্যে ৭ ডাক্তারসহ ১৮ জন স্বাস্থ্য কর্মী করোনায় আকান্ত হন।
বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের প্রধান, ডাক্তার শাহারিয়ার সাজ্জাদ সমকালকে বলেন, দায়িত্ব পালনকালে বিমানবন্দরে ৭ ডাক্তারসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও বাসায় তারা চিকিৎসাধীন।
আপনার মন্তব্য