সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০২০ ১৩:২৪

করোনা পরীক্ষার ফি কমলো

দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে আসা ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হচ্ছে। আর বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হচ্ছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

দেশে করোনা সংক্রমণের পর থেকে বিনামূল্যে করোনা পরীক্ষা করে আসছিল সরকার। এই সুযোগ দেয়ায় উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ করোনা পরীক্ষার সুযোগ নেয় বলে অভিযোগ ওঠে। এমন পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে সরকার।

তবে ফি নির্ধারণের পর থেকে করোনা পরীক্ষার সংখ্যা অনেক কমে যায়। এর পেছনে ফি নির্ধারণকে অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এজন্য এবার সরকার ফি কমানোর সিদ্ধান্ত নিলো।

আপনার মন্তব্য

আলোচিত