সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০২০ ২০:৪৩

আইইডিসিআরের নতুন পরিচালক তাহমিনা শিরীন

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, আগামী ২০ অগাস্ট থেকে আইইডিসিআরের পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

ডা. তাহমিনা তার নতুন দায়িত্বে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হচ্ছেন, যাকে গত ১৩ অগাস্ট পদোন্নতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) করা হয়েছে।

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন একজন ভাইরোলজিস্ট এবং ইমিউনোলজিস্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর তিনি পিএইচডি করেন সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআরে কর্মরত আছেন।

আপনার মন্তব্য

আলোচিত