সিলেটটুডে ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৩১

খালেদার আরও চার মামলা স্থগিত থাকবে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাশকতার তিন ও মানহানির এক মামলায় কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) মামলাগুলো সচল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি ইমান আলীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাই কোর্টের রুল শুনানি করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এই চার মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার তিনটি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের মামলা রয়েছে।

২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেগম জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়।

এ নিয়ে বিএনপি নেত্রীর ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।

আপনার মন্তব্য

আলোচিত