সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০২০ ১৩:২৩

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি এ মামলার জন্য আবেদন করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী সৈয়দা তাছলিমা কাওয়াকিবি তণ্বী এ তথ্য জানান।

মামলাটি অভিযোগে আনা হয়েছে, ফেসবুক লাইভে নুর ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দুশ্চরিত্রা বলেছেন।

পরে আদালত মামলার আবেদনের শুনানি নিয়েছেন। এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, আজই সেই আদেশ দিতে পারেন বিচারক।

বিজ্ঞাপন

এর আগে গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় নুরসহ এই ছয়জনকে আসামি করা হয়। পরে ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামলে ভিপি নুরসহ ছয়জনকে আটক করে পুলিশ।

এছাড়া গত ২৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ইস্যুতে ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের নামে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলাটির এজাহার দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম সাব্বির।

আপনার মন্তব্য

আলোচিত