সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৫ ২১:০৩

দীপন-টুটুল দু’জনই অভিজিতের প্রকাশক, হামলার ধরণও এক

হামলার শিকার দুই প্রকাশকই নিহত লেখক অভিজিতের বই প্রকাশ করেছিলেন। দুপুরে শুদ্ধস্বর কার্যালয়ের মতো সন্ধ্যায় ‘জাগৃতি’ প্রকাশনীতেও হামলার ধরণে মিল পাওয়া গেছে। জাগৃতি’র স্বত্ত্বাধিকারি ফয়সল আরেফিন দীপনকে জবাই করে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায় হত্যাকারীরা।

শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর বিক্রয়কেন্দ্রের তালা ভেঙে দীপনের লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে হামলা চালিয়ে একই ভাবে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

হামলায় আহত টুটুল আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার সাথে লেখক রনদীপম বসু ও কবি তারেক রহিম আহত হন।

শুদ্ধস্বরের মতো জাগৃতি প্রকাশনীও নিহত লেখক-ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিলো। প্রকাশক দীপনের জাগৃতি প্রকাশনী থেকে হত্যাকাণ্ডের শিকার অভিজিতের ‘অবিশ্বাসের দর্শন’ ও ‘বিশ্বাসের ভাইরাস : বিশ্বাসের বিবর্তনীয় বিশ্লেষণ’ বই দু’টি প্রকাশিত হয়।

আর শুদ্ধস্বর থেকে ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল অভিজিৎ রায় ও মীজান রহমানের যৌথ লেখা ‘শূন্য থেকে মহাবিশ্ব’। এছাড়াও শুদ্ধস্বর প্রকাশনী থেকেই বের হয়েছিল অভিজিৎ রায়ের সমকামিতা: বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান ,  ‘ভালবাসা কারে কয়’ নামক বইগুলো।

আপনার মন্তব্য

আলোচিত