নিউজ ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৫ ২৩:৪০

দীপনকে হত্যা ও টুটুলকে হত্যাচেষ্টার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম

আনসার আল ইসলাম নামের একটি টুইটার একাউন্ট থেকে এক টুইটার বার্তায় শনিবারে রাজধানী ঢাকার পৃথক স্থানে  ব্লগার ও প্রকাশকদের উপর হামলার দায় স্বীকার করা হয়েছে।

অন্য সকল ব্লগারদের হত্যার পর দেয়া বার্তার মতই নিজেদের আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) দাবি করে ওই টুইটে বলা হয়েছে, “আমরা, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই অপারেশনের দায় স্বীকার করছি।”

শনিবার রাজধানীর লালমাটিয়া ও শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর ও জাগৃতির অফিসে হামলা হয়।

হামলায় শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজন শেষপর্যন্ত প্রাণে বেঁচে গেলেও সন্ধ্যায় আজিজ মার্কেটে জাগৃতির মালিক ফয়সল আরেফিন দীপন নিজ কার্যালয়ে হত্যার শিকার হন।

রাত ৯টার দিকে আনসার আল ইসলাম নামে অ্যাকাউন্ট থেকে টুইট করে দায় স্বীকারের এই বার্তা দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত