সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০২১ ১৫:১৫

‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হকের মৃত্যু

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী মারা গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত একটার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

সফিকুল হক চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

সফিকুল হক চৌধুরীর জন্ম ১৯৪৯ সালে, হবিগঞ্জের চুনারুঘাট থানার নরপতি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন।

সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠাতা করেন। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস ও হোপ ফর দ্য পুওরেস্টের প্রতিষ্ঠাতাও তিনি। আশা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত