সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০২১ ০১:৪৫

করোনা ভাইরাসের টিকা নিলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)- ঢাকায় করোনা ভাইরাসের টিকা নিলেন। টিকা নেয়া শেষে তিনি সকলকে কোন প্রকার গুজবে কান না দিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে নির্দেশ প্রদান করেন।

এছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাস এর টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে শনিবার পর্যন্ত মোট ২৬ টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিবর্গকে টিকা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত