সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০২১ ১৩:৫৩

হবে বৃষ্টি, কমবে গরম

গতকাল রোববার রাতের বৃষ্টিতে কমে এসেছে সারাদেশের তাপপ্রবাহ। এদিকে সোমবার (৩ মে) বিকালের পর হতে যেকোন সময় হতে পারে ঝড়-বৃষ্টি।  সিলেটসহ আশেপাশের এলাকা এবং ঢাকা রংপুর,  রাজশাহী,  চট্টগ্রাম,  খুলনা ও বরিশাল বিভাগের  কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত দুইদিন ঢাকাসহ আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে । আজকেও সন্ধ্যার পরও যেকোনও সময় কালবৈশাখী হানা দিতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। চলতি সপ্তাহ জুড়েই অনেক এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি হবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৪৯ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৯, নেত্রকোনা ও ফরিদপুরে ১৩,  নিকলিতে ৩,  চট্টগ্রামে ৮, রাঙামাটিতে ১৬, মাদারিপুরে, দিনাজপুরে, কুমিল্লা ও ফেনীতে ১, রংপুরে, মাইজদিকোটে ও সিলেটে ৭, শ্রীমঙ্গলে ৩০, সৈয়দপুরে ১৮, রাজারহাটে ৩৯ এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদীকোট, পাবনা, ফেনী, পটুয়াখালী অঞ্চলসহ খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা আজ কমে এসেছে। আগামী ক’দিনে আরও কমে আসবে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬.২, ময়মনসিংহে ৩৪.৬,  চট্টগ্রামে ৩৩.৬, সিলেটে ৩৫.৫, রাজশাহীতে ৩৫.৮, রংপুরে ৩৩.২,  খুলনায় ৩৭.২ এবং বরিশালে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত