সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০২১ ০১:৩৯

ঈদের দিনও বৃষ্টি হতে পারে

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে।

এই আবহাওয়া আগামী দুই-তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আব্দুল্লাহ শাহরিয়ার।

তিনি বলেন, এর ফলে ঈদ আগামী বৃহস্পতিবার বা শুক্রবার যে দিনই হোক না কেন মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল্লাহ শাহরিয়ার বলেন, মঙ্গলবার ঢাকায় এ বছরের সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোর ৪টা থেকে ৬টার মধ্যে এই বৃষ্টিপাত হয়।

‘আগামী দু-তিনদিনও এমনই থাকবে আবহাওয়া৷ ভারি ও মাঝারি বৃষ্টিপাত হবে। তাই বলা যায়, ঈদের দিন বৃষ্টি থাকবে। ঈদ বৃহস্পতিবার হোক বা শুক্রবার।’

এদিকে ঈদ বৃহস্পতিবার নাকি শুক্রবার উদযাপিত হবে তা নির্ধারণে বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে শতাধিক গ্রামে একই দিন ঈদ উদযাপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত