সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০২১ ১৭:১৮

আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫০৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। যা নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা যাওয়া রোগীর সংখ্যা ১২ হাজার ৩১০ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৫০৪ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।

শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৫০৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ২২ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও সাত জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ ১৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫২৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ২৯ হাজার ৩৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত