সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৫ ১৪:০৪

মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির কাছে যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের প্রাণভিক্ষা

অবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ। রাষ্ট্রপতি আবদুল হামিদ মুক্তিযোদ্ধা আর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ দুইজনই যুদ্ধাপরাধী। 

কারা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, রাষ্ট্রপতির কাছে এ দুই যুদ্ধাপরাধী প্রাণভিক্ষা চাইবে কিনা- এ নিয়ে অনেক নাটক মঞ্চস্থ হলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর দল বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছিল তিনি প্রাণভিক্ষা চাইবেন না। আবার একই সংবাদ সম্মেলনে তার স্ত্রী দাবি করেন, প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ও এখতিয়ার সালাউদ্দিন কাদের চৌধুরীর নিজেরই।

অপরপক্ষে অন্য যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের ভাই প্রাণভিক্ষা প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেছিলেন, কী মার্সি পিটিশন?

উল্লেখ্য, গত বুধবার সুপ্রিম কোর্টে রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর এ দুই শীর্ষ যুদ্ধাপরাধীর জন্যে রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া ছাড়া আর কোন উপায় ছিল না।

রাষ্ট্রপতির কাছে এ ক্ষমা প্রত্যাখ্যাত হলে নির্বাহি আদেশে যে কোন সময়েই ফাঁসি সম্পন্ন হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত