১৮ জুলাই, ২০২১ ১১:৫৮
রংপুরের মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রংপুর-ঢাকা মহাসড়কে বলদিপুকুর এলাকায় রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়েছেন হতাহদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী জোয়ানা নামের একটি নাইট কোচকে সাইড দেয়ার সময় ঢাকামুখী সেলফি নামের আরেকটি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ পাঁচজন নিহত হন।
ওসি আরও জানান, হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
আপনার মন্তব্য