সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০২১ ১৯:৩৩

ঈদের দিন ভারত থেকে এলো ১৭৯ টন অক্সিজেন

দেশে চিকিৎসাখাতে অক্সিজেনের চাহিদা জরুরি হওয়ায় ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর দিয়ে  ১৭৯ টন অক্সিজেন আমদানি করা হয়েছে।

বুধবার (২১ জুলাই) বিকেলে তিনজন আমদানিকারক ১১ টি ট্যাঙ্কারে এ অক্সিজেন আমদানি করে। আমদানি করা প্রতিষ্ঠানগুলো হলো, বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন।

বেনাপোল কাস্টমস হাউজ সূত্রে জানা যায়, লিন্ডে বাংলাদেশ ৩ গাড়িতে ৬০ টন ৫৩ কেজি, পিউর অক্সিজেন ১ গাড়িতে ১৪ টন ৫২ কেজি ও এক্সপেট্রা অক্সিজেন ৭ গাড়িতে ১০৪ টন ৪২ কেজি অক্সিজেন আমদানি করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল রাখা হয়েছে।’

আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের ২টি টিম কাজ করছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত