সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০২১ ০১:৫৬

মুনিয়া হত্যা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়েছে

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু পিবিআই তা দাখিল করতে না পারায় আদালত নতুন এ আদেশ দেন।

গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান তানিয়া। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

গত ১৮ আগস্ট ঢাকার মহানগর হাকিম চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আনভীরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। পরে তানিয়া গত ৬ সেপ্টেম্বর ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত