সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০২১ ১৯:৪২

হৃদয় ভেঙে চুরমার মাশরাফির

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের রেশ ধরে ধর্মীয় সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের কয়েকটি এলাকায়।

নোয়াখালী, হবিগঞ্জ, ও কুমিল্লার মন্দিরে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামে রোববার গ্রামের উত্তরপাড়ার অন্তত ২৩ বাড়িতে ভাঙচুর করা হয়; আগুন দেয়া হয়ে।

একইসঙ্গে রোববার রাতে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে হারে যায় বাংলাদেশ।

দুটি ঘটনাই দাগ কেটেছে দেশের মানুষের মনে। বাদ যাননি মাশরাফি বিন মোর্ত্তজাও। দুটি ‘হারে’ হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি। কত কত স্বপ্ন, কত কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’

বাছাইপর্বে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে টাইগারদের সামনে। মঙ্গলবার ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মাহমুদুল্লাহর দল।

আপনার মন্তব্য

আলোচিত