সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২ ২২:১৪

শৈত্যপ্রবাহের সঙ্গে আসছে বৃষ্টি

সারা দেশে আগামী এক-দুই দিন আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। এরপর দেশের কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর থেকে রোববার সকালে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রোববার রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, ‘দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে এসেছে। তবে রাতে কমার সম্ভাবনা খুবই কম। এক-দুই দিন এভাবে চলবে। এরপর বৃষ্টি ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আগামী চার-পাঁচ তারিখের দিকে বৃষ্টি ও শৈত্যপ্রবাহ আসতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হবে।’

এই আবহাওয়াবিদ জানান, উপমহাদেশীয় উচ্চ তাপবলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

উপমহাদেশীয় উচ্চ তাপবলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আপনার মন্তব্য

আলোচিত