সিলেটটুডে ডেস্ক:

০৪ জানুয়ারি, ২০২২ ০০:০৩

‘মার্চ-এপ্রিলে দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে’

দেশে আগামী মার্চ-এপ্রিলে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বড় ধরনের সংক্রমণ ঘটাতে পারে বলে মনে করছন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার বিকেলে মোহাম্মদ খুরশীদ আলম তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

তিনি বলেন, আমরা ধারণা করছি মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সংক্রমণ বাড়তে পারে। এ কারণে, আমরা সারা দেশের হাসপাতালগুলোর সক্ষমতা জোরদারের জন্য কাজ করছি।

গত বছরের জুন-জুলাইয়ে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ের পৌঁছালে চাহিদার তুলনায় অক্সিজেনের সরবরাহ কম ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ৪০টি হাসপাতালে অক্সিজেন জেনারেটর স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আমরা এ ৪০টি ছাড়াও বিভিন্ন উৎস থেকে আরো কিছু অক্সিজেন জেনারেটর স্থাপন করতে সক্ষম হয়েছি।

এর আগে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে খুরশীদ আলম জানান, অসুস্থতা বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যগত নথি দেখালে এসএমএস না পেলেও যেকোনো বয়সের রোগীরা করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত