সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২ ১২:৩০

ঢাকায় বস্তিঘরে আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরার চণ্ডালভোগের খালপাড় এলাকার মানিক বস্তির একটি ঘরে আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে অগ্নিকাণ্ড ঘটে । ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোর ৪টার সময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।

নিহতরা হলেন, জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। এরা সবাই দিনাজপুরের বাসিন্দা।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, নিহতদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা সহোদর ভাইবোন। তারা স্থানীয় পোশাক কারখানার কর্মী। আফরিন তাদের খালাতো বোন। সে তুরাগ এলাকার এক মাদ্রাসার পড়ত।

তিনি আরও জানান, ঘটনার সময় বাসার মধ্যে চারজন ছিল। বড় ভাই আলমগীর অগ্নিকাণ্ডের সময় বাইরে বেরিয়ে যায়।

নিহত জাহাঙ্গীরের বাবা সুরুজ মিয়া ও মা আলেয়া বেগম কয়েকদিন আগে তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বীরগঞ্জে যায়। বর্তমানে ওই বাসায় তারাই ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত