নিজস্ব প্রতিবেদক:

০৪ জানুয়ারি, ২০২২ ২১:৫৩

হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন

করোনাভাইরাস মহামারীর মধ্যে এক দিনে দেশের এক-তৃতীয়াংশ জেলায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জনদের পদায়নের এ আদেশ হয়।

সিলেট, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জসহ ২৩টি জেলার পাশাপাশি ঢাকার সচিবালয় ক্লিনিকেও নতুন সিভিল সার্জন দায়িত্ব পেয়েছেন।

এরমধ্যে সিলেট জেলায় বর্তমান দায়িত্বরত সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের স্থলে সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ারকে পদায়ন করা হয়েছে। 

এছাড়া হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নুরুল হক ও সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (চলতি দায়িত্বে, ওএসডি, সংযুক্ত ন্যাশনাল ইন: অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতাল) ডা. আহম্মদ হোসেনকে পদায়ন করা হয়েছে। 

ওই সব স্থানে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আটজন সহকারী পরিচালক, একজন মেডিকেল সুপারিনটেনডেন্ট, একজন ডেপুটি সিভিল সার্জন এবং একজন মেডিকেল অফিসার সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত