সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২২ ১১:৫১

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিনজন শপথ নিয়েছেন। রোববার (৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া তিন বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। প্রধান বিচারপতি পরে তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে শনিবার রাতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নতুন চারজনকে নিয়ে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো আটজনে। আগে যে চার বিচারপতি দায়িত্ব পালন করছেন তারা হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি মো. নূরুজ্জামান।

আপনার মন্তব্য

আলোচিত