সিলেটটুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২ ১২:৪৯

সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

সরকারি সেবা নিতে এসে সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ‘জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন ২০২২’-এর উদ্বোধনকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা দিয়েই সরকার চলে। তাই প্রজাতন্ত্রের সকল কর্মীকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি সেবা নিতে গিয়ে কোন মানুষই যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সকল প্রকার ভয়-ভীতি, প্রলোভনের উর্ব্ধে থেকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রতিটি জেলার তৃণমূল পর্যন্ত তার সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। দারিদ্র দূর করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, তৃণমূলের মানুষরা যেন সকল নাগরীক সুবিধা পায়- এ সব বিষয় নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

করোনার সংকট কাটেনি জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত