সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২২ ১৬:২২

ভোজ্যতেলের দাম ১৫ দিনের মধ্যে বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

আপাতত আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্যতেলের বর্তমান দামই থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগামী ৬ তারিখ, মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো, কমানোর প্রয়োজন হলে কমাবো। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, সেটিই করবো।’

তিনি বলেন, ‘আলোচনায় তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বলেছি, এখন তেলের যে দাম আছে, তার থেকে কিছুটা হলেও কমাতে চেষ্টা করুন।’

টিপু মুনশি বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। সামনে রোজার ঈদও আছে। সে জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছি, তারা যেন স্বাভাবিকভাবে ঋণপত্র খোলেন।

তিনি বলেন, ‘রমজানে দেখেন... আমরা কথায় কথায় আল্লাহ খোদার কথা বলি, কাজের সময় উল্টোটা করি।’বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে রিলিজিয়াস প্রোগ্রামগুলো আগে ডিসকাউন্ট দেওয়া হয়। স্ট্রেইট ২৫ শতাংশ, ৩০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের এখানে উল্টোটা। ঈদ এলেই দেয় দাম বাড়িয়ে।’

আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলেন আমাদের না জানিয়ে। সেটাও তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’

বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা দরে কেনাবেচা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত