সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০২২ ১২:৫৬

দেশের ৭৭ শতাংশ মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন

দেশের ৯ কোটি ২৪ লাখের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। সরকারের লক্ষ্যমাত্রা ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ ১৭ হাজারের বেশি। করোনা মোকাবিলায় জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্য নেয়া হয়েছে। সেই হিসাবে ১১ কোটি ৯২ লাখ ২১ হাজারের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে ৯ কোটি ২৪ লাখ ২৬ হাজার ২৩৩ জন, যা লক্ষ্যমাত্রার ৭৭ দশমিক ৫৩ শতাংশ। আর দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৮০ লাখ ৫ হাজার ২৫৯ জন, যা লক্ষ্যমাত্রার ৪৮ দশমিক ৬৫ শতাংশ।

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সি ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৯০৯ জন টিকা পেয়েছেন। ১ কোটি ২৯ লাখ কিশোর-কিশোরীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা অচিরেই পূরণ হবে বলে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া, বর্তমানে ষাটোর্ধ্ব, সম্মুখসারির কর্মী এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে দেয়া হচ্ছে কোভিড টিকার তৃতীয় বা বুস্টার ডোজ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ওই বছর ডিসেম্বরের শেষদিকে সরকার যে পরিকল্পনা করেছিল, তাতে ৮০ শতাংশ বা ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষকে টিকা দেয়ার কথা ছিল। পরবর্তীতে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্য ঠিক করে দেয়।

আপনার মন্তব্য

আলোচিত