সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০২২ ১৫:১৯

মোমেন-জয়শঙ্কর বৈঠক স্থগিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকটি আগামী সোমবার (৩০ মে) অনুষ্ঠিত হচ্ছে না। শনিবার (২৮ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গুয়াহাটিতে সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে।  

আবদুল মোমেন বলেন, ‘আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর (এস জয়শঙ্কর) সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এবং অনেক বিষয়ে আলোচনা করেছি। তাই আমরা মনে করি, আমরা সোমবারের (৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান। পররাষ্ট্র মন্ত্রী আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর। দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। তবে দিল্লির সেই বৈঠক থেকে আপাতত স্থগিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত